banglanewspaper

কাজী আশিকুল ইসলাম, ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মিনা দিবস-২০১৮ উৎযাপিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার, "মায়ের দেয়া খাবার খাই মনের আনন্দে স্কুলে যাই" এই স্লোগানকে সামনে রেখে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে রাল্যি,, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় পৌরসভার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২২জন প্রতিযোগী মীনা চরিত্র প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 
  
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। 

অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাবেক সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল প্রমুখ।

ট্যাগ: bdnewshour24 ফেনী