banglanewspaper

শাফিউল কায়েস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "বিশ্ব ফার্মাসিস্টস দিবস ২০১৮"পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে মঙ্গলবার  দুপুরে র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।

র‌্যালিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে প্রশাসনিক ভবনের নিচ তলায় কেক কাটা হয়।

এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এম এ সাত্তার, ফার্মাসি বিভাগের সভাপতি ড. রজিনা রউফ, সহকারী অধ্যাপক মো: শফিকুল ইসলাম, শামস্ আরা খান, আবুল বাশার রিপন খলিফা, প্রভাষক মো: সোলায়মান হোসন, ড. মো: তরিকুল ইসলাম, মিলন মন্ডল, শাণিতা জামান স্মৃতি জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে ফার্মেসি সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও বশেমুরবিপ্রবিসাসের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: Banglanewspaper বশেমুরবিপ্রবি ফার্মাসিস্ট দিবস