banglanewspaper

জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ও বিশ্বব্যাপী টেকসই অর্থনীতির প্রবৃদ্ধির মডেল প্রণয়নের স্বীকৃতি স্বরুপ এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের উইলিয়াম নর্ডহাস ও পল রোমার।

সোমবার (৮ অক্টোবর) রয়েল সুইডিশ একাডেমি অর্থনীতিতে ২০১৮ সালে নোবেলজয়ী এই দুই অর্থনীতিবিদের নাম ঘোষণা করে।

পুরস্কার বাবদ তারা পাবেন সোনার মেডেল এবং  ৯০ লাখ সুইডিশ ক্রোনা। আর্থিক পুরস্কার দুই বিজয়ী সমানভাবে ভাগ করে নেবেন।

উল্লেখ্য, অর্থনীতি ও ব্যক্তিগত সিদ্ধান্তের মনস্তাত্বিক বিশ্লেষণে অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড থেয়লার। এ পর্যন্ত, মোট ৮০ জনকে অর্থনীতিতে নোবেল দেওয়া হলো।

এছাড়া, চলতি বছর চিকিৎসায় নোবেল জিতেছেন মার্কিন গবেষক জেমস পি অ্যালিসন এবং জাপানের তাসুকু হোনজো। পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন, যুক্তরাষ্ট্রের আর্থার আসকিন, ফ্রান্সের জেরার্ড মুউরো ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড। রসায়নশাস্ত্রে অবদানের জন্য নোবেল জিতেছেন আমেরিকার বিজ্ঞানী ফ্রান্সেস এইচ আরনল্ড, জর্জ পি স্মিথ এবং যুক্তরাজ্যের বিজ্ঞানী স্যার গ্রেগরি পি উইন্টার। শান্তিতে যৌথভাবে এ বছর নোবেল পেয়েছেন কঙ্গোর ড্যানিশ মুকওয়েগা ও ইরাকের নাদিয়া মুরাদ।

উল্লেখ্য, আলফ্রেড নোবেলের প্রবর্তিত পুরস্কারের তালিকায় অর্থনীতি বিষয়ে নোবেল অন্তর্ভুক্ত ছিলো না। পরবর্তীতে ১৯৬৮ সালে, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের তিনশ বছর পূর্তি উপলক্ষে আলফ্রেড নোবেলের সম্মানে অর্থনীতি সংশ্লিষ্ট বিজ্ঞানে অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়ার রীতি শুরু হয়। সেই থেকে প্রতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।

ট্যাগ: bdnewshour24 নোবেল