banglanewspaper

কুষ্টিয়া প্রতিনিধি: ওসি ফজলুর রহমানের যোগদানের মাত্র ৭ মাসের মাথায় কুষ্টিয়ার খোকসা থানার ৩২ তম ওসি এবিএম মেহেদি হাসান গতকাল সোমবার রাত ৯ টার সময় যোগদান করেছেন।

থানা সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে ওসি বজলুর রহমানকে কুষ্টিয়া সদর কোটে স্থানান্তর করার কারণে, তার স্থলাভিষিক্ত নতুন ওসি এবিএম মেহেদী মাসুদ কে খোকসা থানায় যোগদান করেছেন। 

এর আগে তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার ওসি হিসাবে দায়িত্ব পালনে ছিলেন। তিনি ২০০০ সালে সাব ইন্সপেক্টর পদে পুলিশে যোগদান করেন সারদায় ট্রেনিং সেন্টারে। বেশ কয়েকটি থানায় সফলতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে অবশেষে কুষ্টিয়ার খোকসা থানায় গতকাল সোমবার রাত ৯ টায় যোগদান করেন।

মোঙ্গলবার সকালে কর্মস্থলে যোগদানের করেই স্থানীয় সাংবাদিকদের বলেন, খোকসা বাসসীর জানমালের নিরাপত্তা ও তাদের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মূল কাজ আমার। নির্বাচনী সুষ্ট পরিবেশ তৈরিকরা,  সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্যবিবাহ অগ্রাধিকারভিত্তিতে নির্মূল করা হবে আমার কাজ।

ট্যাগ: bdnewshour24 খোকসা