banglanewspaper

নিজস্ব প্রতিনিধি: বৈরী আবহাওয়া ও ইঞ্জিনের ত্রুটির কারণে রাজশাহীর গোদাগাড়ীতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগরসহ ছয়জন বহনকারী একটি হেলিকপ্টার আছড়ে পড়ে একটি নির্মানাধীন মার্কেটের উপর।

তবে তাৎক্ষণিক হেলিকপ্টারে আগুন বা বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহায়তায় হেলিকপ্টার থেকে অক্ষত অবস্থায় সবাইকে বের করে আনা হয়। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

হেলিকপ্টারের পাইলট সৈয়দ সাকিল আলী বলেন, বৈরী আবহাওয়ার প্রভাব ও ইঞ্জিনে ত্রুটি থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি উড্ডয়নের দুই থেকে তিন মিনিটের মধ্যেই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই হেলিপ্যাড মাঠে নিমার্ণাধীন একটি ভবনের সামনে আছড়ে পড়ে। তবে বেশি ওপরে না ওঠায় যাত্রীরা অক্ষত রয়েছেন।

হেলিকপ্টারে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, স্বর্ণকিশোরী নেটওয়ার্কের পরিচালক ফারজানা ব্রাউনিয়া, সংগীতশিল্পী ফেরদৌস আরাসহ ছয়জন ছিলেন।

ভিডিও দেখুন: https://www.facebook.com/purboposhchimbd.news/videos/1929269804034640/

ট্যাগ: bdnewshour24 মাটিতে আছড়ে হেলিকপ্টার