banglanewspaper

শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চান সদ্য  মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেরা সুন্দুরীর মুকুট বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছিলেন তিনি।  এবার কাঙ্খিত নায়কের সঙ্গে এবার দেখাও হয়ে গেলো ঐশীর। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) চট্টগ্রামের ইউনেস্কো সিটি সেন্টারে ‘‘প্রেম’স কালেকশন’’ নামে একটি অভিজাত পোশাকের শো রুম চালু হয় শাকিব-ঐশীর হাত ধরে। 

এ সময় শাকিব খান-ঐশী ছাড়াও উপস্থিত ছিলেন প্রেম’স কালেকশন”র ডিজাইনার ও পরিচালক প্রেম বম্বানি এবং শোবিজের অনেক তারকা। ফ্যাশন হাউজটি ফিতা কেটে উদ্ভোধন শেষে সেখানকার এক্সক্লুসিভ কালেকশন ঘুরে ঘুরে দেখেন শাকিব খান ও ঐশী।

এ সময় শাকিব খান বলেন, ‘‘প্রেম’স কালেকশনের অনেক পোশাক আমি নিজে পরেছি। আমার কাছে অনেক আরামদায়ক মনে হয়েছে। চট্টগ্রামে এসে মনে হয়েছে এখানকার মানুষ এই হাউজটির পোশাক ব্যবহার করবেন।’’

জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘এই ব্র্যান্ডের ডিজাইন আমার অনেক আগে থেকেই ভালো লাগে। এখন নিজেই বন্দর নগরীতে এর শো রুম উদ্ভোধনে থাকতে পেরে খুবই ভালো লাগছে।’

ট্যাগ: bdnewshour24 শাকিব খান মিস ওয়ার্ল্ড