banglanewspaper

আবু-নোমান

.......................................................

তুমি কি শুধুই নারী, নাকি বর্ণের ছোঁয়া
তোমাতে কবিতা খুঁজে পায় সুপ্তমন,
অতলে তোমার মুক্তা ফলাও
তুমি কি নারী, নাকি কবির গুপ্তধন।

 

তুমি স্পর্শ করলে
গোলক বিন্দুতে মনের অজান্তে
বিসর্গে পরিনত হয়
বর্ণেরা খুজে পায় ছন্দ।

 

তুমি স্পর্শ করলে
ভোরের কুয়াশা স্নিগ্ধ করে প্রকৃতি 
প্রফুল্লতায় মেতে ওঠে ধরিত্রি।

 

তুমি স্পর্শ করলে
সাদা মেঘ আর নদী মিশে যায় মোহনায় 
আমি নদী তটে ছুটে চলি আলিঙ্গনের নেশায়।

 

তুমি স্পর্শ করলে
অঝরে ঝরে বৃষ্টি
পূত কনারা সিক্ত করে
মিটিয়ে দেয় পৃথিবীর সব লেনাদেনা।

 

তুমি স্পর্শ করলে
রোদেলা ঘুঘু ডাকা প্রহরে
ততোর তনুতে রোদের গন্ধ পাই।

 

তুমি স্পর্শ করলে
শঙ্খ চিলেরা স্রোতস্বতীর বুকে উড়ে চলে
পালক ছুড়ে দেয় তোমার খোপায় গুজে দিতে।

 

তুমি স্পর্শ করলে
রূপালী চাঁদ, তারারা আনমনে খেলা করে
নিষ্প্রভ অম্বরে নক্ষত্ররা ছায়াপথ ধরে ছুটে চলে
মিশে হয় গ্যালাক্সি।

 

তুমি স্পর্শ করলে
রজনীগন্ধা হাসনাহেনা গভীর নিনাদে
সুরভী ছড়ায় আসার চিলেকোঠায়।

 

তুমি স্পর্শ করলে
উষা থেকে গোধূলি
আমি বিলীন হয়ে যাই ভালবাসার কলতানে।

 

তুমি স্পর্শ করলে
কবিতারা খুঁজে পায় চলার ছন্দ
বিন্দুতে হয় সিন্ধু দর্শন 
শুভ্র কাশফুলেরা মিটিয়ে দেয় সকল দ্বন্দ।

ট্যাগ: bdnewshour24 আবু-নোমান