banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেছেন, দুর্গাপূজায় কোন বিশৃঙ্খল পরিবেশ যাতে না ঘটে, সেদিকে পুলিশ ও আনসারবাহিনীর সকল সদস্যদের সজাগ থাকতে হবে।

এ লক্ষ্যে নড়াইলের প্রতিটা পূজামন্ডপে দিনরাত নিরবিচ্ছিন্ন পাহারা দিচ্ছেন পুলিশ ও আনসারবাহিনীর সদস্যরা। সোমবার (১৫ অক্টোবর) দুপুরে নড়াইল সদর থানা চত্বরে পূজামন্ডপে দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল থানার ওসি আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তারা। এ বছর নড়াইলের তিনটি উপজেলায় ৫৬৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আনন্দ-উৎসবে মেতে উঠেছে প্রতিটি পূজামন্ডপ।

ট্যাগ: bdnewshour24 দুর্গাপূজা নড়াইলের এসপি