
আবু-নোমান
.....................................
বাজবেনা আর রূপালী গীটার
নিশাচরীর এই শহরে,
মাতাবেনা আর রঙিন মঞ্চ
ঘুম ভাঙা প্রহরে।
নদীর পাড়ে কাশের ফুল, আকাশ বাইয়া পাখি যায়
আমার দু’চোখে তোমার রুপ চমকায়;
বলবে না আর মঞ্চ মাতিয়া
তুমি ওপারে চলে গেছো ছেড়ে দুনিয়া।
তোমার চোখ দেখলে বন্ধু আকাশের নীল ভাল লাগেনা
তোমার মুখে হাসি দেখলে চাদ আমার ভাল লাগেনা;
কথা গুলো নি:শব্দ বয়ে যাবে, তুমি বলবে না
তুমি বিহনে কথাগুলো আর ছন্দ দিবেনা।
তারা ভরা রাতে পারিনি বুঝাতে
তোমাকে বুকের ব্যাথা,
হারিয়ে গেছো ওপারে
বলতে পারবেনা না বলা কথা।
হাসতে দেখবে না, গাইতে দেখবে না
দেখবেনা কেউ নীরবতা,
বুঝবেনা কেউ খুজবেনা কেউ
তোমার সখ্যতা।
বলবেনা সেই তুমি কেন অচেনা হলে
কিভাবে তুমি বদলে গেলে,
গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় গায়ক তুমি
অকস্মাৎ হারিয়ে গেলে।
বলবেনা কেউ ১২ মাস তোমায় ভালবাসি
তুমি সুযোগ পেলে বাসিও,
বলবেনা ১২ আশায় আছি
তুমি অবসর পেলে আসিও।
কবিতা তুমি এখনো আকাশের তারা
রাত ভরে গুনবে?
তুমি কি এখনো
গোধূলী বিকেলে গান শুনবে?
বেলা শেষে অবশেষে
কৃষ্ণচূড়া রঙে আকবে প্রেয়সীকে তুমি
তুমি চলে গেছো আসল ঠিকানায়
যেটি আমাদের চিরস্থায়ী ভূমি।
ট্যাগ: bdnewshour24 আইয়ুব বাচ্চু