banglanewspaper

সৈয়দা কুমকুম খায়ের

.............................................

জীবনে যখন যেমন শিক্ষার প্রয়োজন হলো,

বিদ্যালয় থেকে শুরু তার,

বই দেয় সকল শিক্ষার আলো।

যদি জানার অদম্য ইচ্ছা থাকে মনে,

বইয়ের বিকল্প কিছু হতে পারে না জীবনে। 

 

আলোর পথ দেখাতে, 

অন্ধকারকে মুছে দিতে, 

অজানা সম্পর্কে জানতে,

সত্যর অনুসন্ধান করতে।

 

ধর্মের পথে চলতে,

স্রষ্টার সৃষ্টির রহস্য বুঝতে।

জ্ঞানের পরিধি বিস্তারে,

জীবনকে আলোকিত করতে;

বই এর চেয়ে বড় বন্ধু, নেয় তো জগতে!

 

সকল বন্ধু সময়ের সাথে,

বদলে যায় কথা আর কাজে। 

বইয়েই একমাত্র জীবনের সঙ্গী, 

সেই পারে জ্ঞান দানে,

রাখিতে সকলেরে বন্দী।

সকল আলো জ্বলে নেভে, দিনে আর রাতে;

বইয়ের আলো জ্বালায় বাতি মানবের মনেতে। 

ট্যাগ: bdnewshour24 বই