banglanewspaper

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রিগ্যানের ওপর একটি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার ভেঙে পড়ার পর ১২ জন নাবিক আহত হয়েছে। ফিলিপাইন সাগরে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট জো কেইলি জানিয়েছেন, আহত নাবিকদের দেহের চামড়া ছিলে যাওয়া থেকে শুরু করে কেটেকুটে গেছে, কারো কারো হাড় ভেঙে গেছে। সামরিক বিষয়ক পত্রিকা টাস্ক অ্যান্ড পারপাজ এ খবর দিয়েছে। বেশি আহত সেনাদেরকে ফিলিপাইনের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পার্সটুডের।

হেলিকপ্টার দুর্ঘটনা ও সেনাদের আহত হওয়ার খবর দিলেও সেনা মুখপাত্র ওই দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু বলেন নি। তিনি বলেন, আহত সেনাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে।

পত্রিকাটির খবর অনুসারে, গত শুক্রবার জাহাজ থেকে হেলিকপ্টারটি ওড়ার পরপরই জরুরিভিত্তিতে নামতে গেলে দুর্ঘটনায় পড়ে। এ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগ: bdnewshour24 যুদ্ধজাহাজ