banglanewspaper

কাজী আশরাফ, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ লোহাগড়া উপজেলার ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১৭-১৮ অর্থবছরে নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন এম.এম. আরাফাত হোসেন।

সোমবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক আনজুমান আরা নড়াইলে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আরাফাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশিদ, ইউএনও মুকুল কুমার মৈত্রসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। বাংলাদেশ সিভিল সার্ভিস এর ৩৩ তম প্রশাসন ক্যাডারের এই তরুন কর্মকর্তা খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন আরাজি ভবানিপুর গ্রামের আহমেদ আলী মোড়ল ও আরিফা বেগমের সন্তান। তিনি গত বছর সেপ্টেম্বর মাসে লোহাগড়ায় যোগদান করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরাফাত হোসেন বলেন, ‘ভালো কাজের পুরস্কার হিসেবে কোন কিছু পাওয়ার আনন্দ অনেক। কাজের গতি আর উদ্যাম অনেক বেড়ে যায়।’

ট্যাগ: bdnewshour24 নড়াইল