banglanewspaper

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ১০০ কলাগাছ কর্তন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জমির মালিক মাগুরা গ্রামের খাদেমুল ইসলাম বাদি হয়ে নবাবগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছেন।

খাদেমুল জানান, মাগুরা মৌজায় ইটভাটা সংলগ্ন তার ক্রয় করা জমিতে একই গ্রামের তার প্রতিপক্ষরা অবৈধভাবে দখলে নিতে একের পর এক জমিতে থাকা ফসল ক্ষতিসাধন করে থাকে।

কলার গাছ কর্তনের ঘটনায় থানায় অভিযোগ দিলেও প্রতিপক্ষরা আরোও চড়াও হয়। এছাড়াও ন্যায় বিচার পেতে খাদেমুল আদালতে মামলা দায়ের করেছে।

থানায় দায়ের করা অভিযোগে বিবাদি মজনুর রহমান জানান, আমরা জমি দখল করিনি। ওই জমির কাগজপত্র রয়েছে। আমাদেরকে অহেতুক হয়রানি করা হচ্ছে।

ট্যাগ: bdnewshour24 নবাবগঞ্জ