banglanewspaper

সুনামগঞ্জের সদর উপজেলার ডলুরা ইউনিয়নের চলতি নদীতে ডুবে ইমাম হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন জামালগঞ্জ উপজেলার ছুরত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ‘সোমবার দুপুরে চলতি নদীতে বালু আনা-নেয়ার কাজে ব্যবহৃত একটি নৌকায় থাকা লোকজন নোঙ্গর করার জন্য পাড়ের দিকে দড়ি ছুঁড়ে মারে। এ সময় দড়ি পায়ের সঙ্গে প্যাচ লেগে নৌকায় থাকা ইমাম হোসেন নদীতে পড়ে যায়। পরে সে সাঁতরে তীরে উঠতে পারেনি। পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।’

সুনামগঞ্জ সদর থানার ওসি মোঃ শহীদুউল্লাহ বলেন, ‘ডলুরা ইউনিয়নের পাশের নদীতে একজন শ্রমিক মারা গেছে- এ রকম খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।’

ট্যাগ: সুনামগঞ্জ