banglanewspaper

নিজস্ব প্রতিনিধি: মাদক, সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী প্রচারণা দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক, সাস্ক ও হু হেলথ সিটি ফোরামের উদ্যোগে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন-র‌্যাব-এর সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। বাহিনীর প্রধান বেনজির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘মাদক বিরোধী অভিযানে গত ছয় মাসে আমরা যা অর্জন করেছি, তাতে আমরা এখনো তুষ্ট নই। মাদকের সমস্যা শত বছরের, চাইলেই তিন দিনে এই সমস্যা সমাধান সম্ভব না। আমরা আরও অভিযান করব। আমরা মাদকের দ্বিতীয় স্তরে অবস্থান করছি। এবার গোড়ায় প্রবেশ করব। মাদকের বিরুদ্ধে অভিযানে আমরা জিতব।’

র‍্যাব প্রধান আরো বলেন, ‘মাদক যেহেতু একটি সামাজিক সমস্যা, তাই সমাজের সকলের সম্বনয়ে এটা মোকাবিলা করতে হবে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘মাদক প্রতিরোধে সমাজের সকল স্তরের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাকদের কারণে বেড়েছে সামজিক অবক্ষয়। তরুণ সমাজের নৈতিক মূল্যেবোধ ক্ষয়ে যাচ্ছে। ভেঙ্গে পড়ছে পারিবারিক সদস্যদের মধ্যে আস্থা-বিশ্বাস, সামজে তৈরি হচ্ছে আতঙ্ক।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্যাট- এর সাধারণ সম্পাদক আলী নিয়ামত এবং র‍্যাবের কর্মকর্তারা।

ট্যাগ: bdnewshour24 মাদক সন্ত্রাস র‌্যাব ওয়ার্ল্ড ইউনিভার্সিটি