banglanewspaper

শাহরুখ খানের নতুন ছবি ‘জিরো’-তে আপত্তিকর অংশ বাদ না দিলে আইনি পদক্ষেপ তো নেওয়া হবেই, একই সঙ্গে দেশ জুড়ে শিখরা প্রতিবাদ জানাবে বলে হুমকি দিলেন বিজেপি বিধায়ক মনজিন্দর সিংহ সিরসা। 

দিল্লির রাজৌরি গার্ডেনের বিধায়ক মনজিন্দর রাজধানীর নর্থ অ্যাভেনিউর থানায় চিঠি লিখেছেন, ‘জিরো’-র পরিচালক আনন্দ এল রাই ও শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক।

সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মনজিন্দর সেই চিঠিতে লিখেছেন, ‘‘ছবিটির প্রোমো ও পোস্টারে অভিনেতা শাহরুখ খানকে অন্তর্বাস পরে শিখদের ধর্মীয় প্রতীক কৃপাণ নিয়ে দেখা যাচ্ছে।’’ এটা অবিলম্বে বন্ধ করা হোক। কারণ এটি শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের।

মনজিন্দর দিল্লি শিখ গুরদ্বারা পরিচালক কমিটির সাধারণ সম্পাদক। শিখদের কোড অফ কনডাক্টে কৃপাণ এই রকম ভাবে ধরা নিষিদ্ধ। বিজেপি বিধায়ক পরিচালক ও শাহরুখকেও চিঠি লিখে জানিয়েছেন যদি এই ছবি পোস্টার থেকে ও দৃশ্যটি সিনেমা থেকে তুলে নেওয়া না হয়, তাহলে শিখ সমাজ ‘জিরো’র শো বন্ধ করে দেবে।

ট্যাগ: bdnewshour24 জিরো