banglanewspaper

আজ ৮ নভেম্বর ঢাকায় ‘অষ্টম ঢাকা লিট ফেষ্ট’ শীর্ষক আন্তর্জাতিক সাহিত্য উৎসব আজ হচ্ছে।

ঢাকা লিট ফেস্ট’ কমিটির পক্ষ থেকে আয়োজিত তিনদিনব্যপী এই উৎসব বাংলা একাডেমিতে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। 
উৎসব আয়োজনে সহায়তায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি।

উৎসবে অন্যান্যের মধ্যে অংশ নেবেন ভারতের কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভারতের অভিনেত্রী মণীষা কৈরালা, অস্কার বিজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন, অভিনেত্রী নন্দিতা দাস, অন্দাজে পুরস্কার বিজয়ী ফিলিপ হেনসার, জেমস মিক, বাংলাদেশের সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, কায়সার হক , সেলিনা হোসেন প্রমুখ।
 

ট্যাগ: bdnewshour24 ঢাকা লিট ফেষ্ট