banglanewspaper

আসন্ন উইন্ডিজ সিরিজে নিজেকে আরও বেশি মেলে ধরতে চান টাইগার পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর তাইতো প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে কাজ করছেন তিনি। ঘাম ঝরাচ্ছেন মিরপুর একাডেমি মাঠে। 

বুধবার ( ৮ নভেম্বর) অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সাইফ বলেন, ‘এখন ওদের (উইন্ডিজ) ভিডিও দেখে বোঝার চেষ্টা করছি। শিমরন হেটমায়ার-শাই হোপরা আক্রমণাত্মক ব্যাটসম্যান। ওদের কীভাবে বল করতে হবে এ নিয়ে কাজ করছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ঢাকায় শুরু হবে রবিবার। পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হওয়ার কথা ১৫ নভেম্বর। সেদিনই ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। 

টেস্ট দলে খেলা নিয়ে এখনই কিছু ভাবতে চান না তিনি। সাইফ বলেন, ‘টেস্টের ব্যাপারে কিছু জানি না। নির্বাচকদের কাছ থেকে কোনো আভাস পাইনি।’

ডানহাতি এই পেস অলরাউন্ডার বলেন, ‘ওরা শক্তিশালী। তবে সুইংয়ে তাদেরও সমস্যা হয়। সামনে বিশ্বকাপ, উইন্ডিজ সিরিজে ভালো করা খুব জরুরি। আমাকে টিকে থাকতে হলে, ভালো করতে হলে অনেক পরিশ্রম করতে হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করেছেন। বোলিংয়ে তিন ম্যাচেই ভালো করেছেন সাইফউদ্দিন।

উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে উইন্ডিজ সিরিজ। ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে সিরিজে।
 

ট্যাগ: bdnewshour24 সাইফউদ্দিন