banglanewspaper

আগামী রোববার থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, রোববার রাজশাহী ও রংপুরের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।এরপর ধারাবাহিকভাবে সব বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া এখনো চলছে।

গত তিন দিনে ৩৭০০ নেতা দলের মনোনয়ন ফরম কিনেছেন। প্রথম দিন এক হাজার ৩২৬, দ্বিতীয় দিন এক হাজার ৮৯৬ এবং বুধবারসহ তিন দিনে প্রায় তিন ৭০০ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

বুধবার মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার তৃতীয় দিনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। রক্তাক্ত হয়ে পড়ে নয়াপল্টন ও এর আশপাশ এলাকা।

এ ঘটনায় তৃতীয় দিনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেয়ার কার্যক্রম বাধাগ্রস্ত হয়। পুলিশ কয়েকশ বিএনপি নেতাকর্মীর নামে মামলা করে।

সংঘর্ষের পর বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান শুরু হয়। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন বিক্রি ও জমা চলে।

ট্যাগ: bdnewshour24 বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাক্ষাতকার