banglanewspaper

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আগাম নির্বাচনী প্রচারণার পোষ্টার, ব্যানার, বিলবোর্ড ও ডিজিটাল পোস্টার অপসারণ অভিযান শুরু করেছে সদর উপজেলা প্রশাসন।

নির্বাচন কমিশন (ইসি)  ও জেলা প্রশাসনের নির্দেশে সোমবার (১৯ নভেম্বর) সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন পুলিশ সাথে নিয়ে এই বিলবোর্ড অপসারণ অভিযান শুরু করেন।

জেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনের আগেই যেসকল স্থানে আগাম নির্বাচনী প্রচারণার পোষ্টার, ব্যানার, বিলবোর্ড লাগানো আছে তা সরিয়ে ফেলতে আজ পৌরসভা থেকে থেকে অভিযান শুরু করা হলো। এরপর ক্রমান্বয়ে তা সদরের বিভিন্ন এলাকায় পরিচালিত হবে। আমরা প্রথম দিনে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচারনার বেশ কয়েকটি বিলবোর্ড অপসারণ করেছি। প্রতীক বরাদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় নির্বাহী ম্যাজেষ্ট্রেট মাকসুদা আক্তার মাসু, সদর থানার এসআই বেলাল সহ আনসার ব্যাটেলিয়ানের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ট্যাগ: bdnewshour24 ঠাকুরগাঁও