banglanewspaper

কিছু সাধারণ ছবি হয়ে ওঠে অসাধারণ। তেমনই একটি ছবি এটা। ছবিটায় একটু খেয়াল করলেই বোঝা যায় একজন পুরুষ দাঁড়িয়ে আছে,পাশেই সিটে একজন বোরকা পরিহিত নারী ঘুমিয়ে আছে।

ময়মনসিংহ টু চট্টগ্রাম,সারারাতের ট্রেন ভ্রমণ। এই ব্যক্তি দুই পায়ে সারারাত দাঁড়িয়ে ছিল। এমন না যে সে সিট পায়নি, তিনি দাঁড়ায়ে ছিলেন কারণ তার সিটে তার স্ত্রী ঘুমিয়েছিল।

এমন ও না যে তার স্ত্রী অসুস্থ ছিল, শুধু বউ একটু আরাম করে ঘুমাবে বলেই লোকটা সারারাত দাঁড়িয়ে ছিল। মাঝে মাঝে ট্রেনের ঝাঁকুনিতে স্ত্রীর ঘুম ভেঙে যায়, লোকটা হাঁটু গেড়ে পাশে বসে, মাথায় হাত রেখে কানের কাছে মুখ নিয়ে বার বার জিজ্ঞেস করে কিছু খাবে না, কোন অসুবিধা হচ্ছে কিনা।

ট্রেনের একজন তাকে তার পাশে বসার কথা বললে তিনি বলেন, 'ভাই,আমি বসে গেলে আমার জায়গায় অন্য কেও দাঁড়িয়ে থাকবে, আমার বউ অগোছালো হয়ে ঘুমাচ্ছে, সে কমফোর্ট ফিল করবে না।'

ভালবাসা আসলেই অসীম, অকুতোভয় এবং নির্ভীক। নর-নারী যেই হোক না কেন ভালবাসা হোক সবার জন্য সমান। ভেজাল ভালবাসার ভিড়ে নির্ভেজাল এই ভালবাসা যেন দৃষ্টান্ত হয়ে থাকে সবার।   

ট্যাগ: bdnewshour24 স্ত্রী ঘুমিয়ে ট্রেন