banglanewspaper

২০১৪ সালের ২৬ ডিসেম্বরের কথা। রাজধানীর শাহজাহানপুরে ঘটে এক মর্মান্তিক ঘটনা। জিয়াদ নামের এক ছোট্ট শিশু খেলতে খেলতে রেলওয়ে কলোনির পরিত্যক্ত পাইপের ভেতর পড়ে যায়। ৩০০ ফুট গভীর সেই পাইপ থেকে জিয়াদকে উদ্ধার করতে নামে ফায়ার সার্ভিস। দীর্ঘ ২৩ ঘণ্টা চেষ্টার পর তাদের সঙ্গে যুক্ত হয় স্বেচ্ছাসেবীরা। 

শেষ পর্যন্ত উদ্ধার হয় জিয়াদ। তবে জীবিত নয়, মৃত। জিয়াদের এমন করুণ পরিণতিতে কেঁদে ওঠে সারা দেশ। এবার এই ঘটনা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজের মূল ভাবনায় কাহিনি ও সংলাপ লিখছেন নাজিম উদ দৌলা। 

শিগগিরই চূড়ান্ত করা হবে ছবির নাম, পরিচালক ও পাত্র-পাত্রী। আজিজ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া নানা বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে জাজ। এতে সাধারণ মানুষের ভেতর সচেতনতা বৃদ্ধি পাবে। আমাদের আগের ছবিগুলোতে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। আর সেটাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও সাহস জোগাচ্ছে।’

ট্যাগ: bdnewshour24 চলচ্চিত্র