banglanewspaper

আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখের ছবি ‘জিরো’। ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও আনুষ্কা শার্মা। এছাড়া ছাড়াও ছবিটিতে অতিথি শিল্পী হিসেবে থাকছেন সালমান খান। 

গতকাল মঙ্গলবার ছবির নতুন একটি গান রিলিজ করা হয়। আর তা নিয়ে টুইট করে সালমান। টুইটে লিখেছেন, ‘বন্ধুর জন্য, বন্ধুত্বের জন্য, প্রেম যারা করে তাদের জন্য, প্রেমের জন্য, ইশকবাজি রিলিজ করল…।’

শাহরুখ খানের প্রতি প্রকাশ্যেই সৌজন্য দেখালেন সালমান খান। এরপর শাহরুখ খানও একটি টুইট করেন। তাতে তিনি তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ভাই। আমাদের গোটা টিমের তরফ থেকে ধন্যবাদ। আবার তোমার গালে চুমু খেতে ইচ্ছে করছে।’ 

প্রসঙ্গত, ‘জিরো’র দৃশ্যে দেখা যাবে শাহরুখ খান সালমান খানকে চুমু খাচ্ছেন।

ট্যাগ: bdnewshour24 সালমান