banglanewspaper

ফরিদপুরে একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগ হোটেলের মালিক ও ম্যানেজারসহ ১৩ নারী-পুরুষকে আটক করেছে প্রশাসন।

বুধবার দুপুরে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হোটেল নিউ গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক।

তিনি জানান, হোটেল নিউ গার্ডেন সিটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আপত্তিকর অবস্থায় ১০ জন নারী-পুরুষ এবং হোটেলের মালিক ও দুই ম্যানেজারকে আটক করা হয়। আটকদের দণ্ডবিধির ১৮৬০ এর ২৯৪ ধারায় প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও হোটেলের মালিক ও দুই ম্যানেজারকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ: bdnewshour24 ফরিদপুর