banglanewspaper

তৃতীয় বারের মতো ভারতের শীর্ষ ধনী তারকার খেতাব পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। ফোর্বস ইন্ডিয়ার তালিকায় প্রথমেই রয়েছে সালমান খানের নাম। দ্বিতীয় স্থানে আছেন  ক্রিকেটার বিরাট কোহলি। তবে মজার ব্যাপার হলো, শীর্ষ দশে নেই শাহরুখ খান। 

২০১৭ এর ১ অক্টোবর থেকে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আয়ের নিরিখে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর সময়সীমার মধ্যে সালমন খান আয় করেছেন ২৫৩.২৫ কোটি টাকা। এই এক বছরে ‘রেস ৩’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো ছবি রয়েছে সালমান খানের। এছাড়া বিজ্ঞাপন থেকেও ভাল আয় করেছেন তিনি। 

সালমনের পরেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি। তাঁর আয় ২২৮.০৯ কোটি টাকা। গত বছরের তুলনায় এ বছর ১১৬.৫৩ কোটি টাকা আয় বেড়েছে কোহলির। 

তৃতীয় স্থানে রয়েছেন অক্ষয় কুমার। তাঁর আয় ১৮৫ কোটি টাকা। 

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। নারীদের মধ্যে অবশ্য তিনিই প্রথম ১০ জনে রয়েছেন। তাঁর আয় ১১২.৮ কোটি। ‘পদ্মাবত’ ছবির অসাধারণ সাফল্যের ফলে অনেক টাকা ঘরে তুলতে পেরেছেন অভিনেত্রী।

শাহরুখ খান গত বছর সেরা ১০-এ ছিলেন তিনি। কিন্তু এ বছর তালিকা ১৩তম স্থানে রয়েছেন তিনি।

ট্যাগ: bdnewshour24 সালমান