banglanewspaper

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি খাতায় নাম নেই ডি মারিয়া, আগুয়েরো, হিগুয়েইনদের। পিএসজি তারকা ডি মারিয়া বিশ্বকাপের পর আকাশি-নীল জার্সি গায়ে অনুপস্থিত। 

কিন্তু এই আর্জেন্টাইন তারকা এখনও আকাশি-নীল জার্সি গায়ে খেলতে যান। এনি তার চেষ্টাও কম নয়,  নতুন কোচ লিওনেল স্কালোনির সঙ্গে কথাও বলেছেন তিনি।

জাতীয় দলে খেলার ব্যাপারে ফক্স স্পোর্টসকে ডি মারিয়া বলেন, ‘আমি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে চাই। আমার স্কালোনির সঙ্গে কথা হয়েছে, আমি খেলার কথা বলেছি তাকে। সুযোগ পেলে ভালো খেলতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমি কখনোই আর্জেন্টিনার জার্সিকে না করিনি। দেশের হয়ে খেলা সব ফুটবলারের জন্য অবশ্যই খুব বড় বিষয়।’

আর্জেন্টিনার নতুন দল নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানইউ ও বর্তমান পিএসজি তারকা বলেন, ‘বর্তমান আর্জেন্টিনা দলে অনেক নতুন ফুটবলার এসেছেন। অনেকে দলে নতুন মুখ চাচ্ছিলেন। নতুনরা দলে আসায় আমি আনন্দিত এবং এটি আর্জেন্টিনা দলের জন্য ভালো।’

মেসিকে নিয়ে ডি মারিয়া বলেন, ‘আমরা বিশ্বকাপে হেরে যাওয়ার ফল মেসি সবচেয়ে বেশী ভোগ করেছে। তবে আমি মনে করি সে আবার জাতীয় দলে ফিরবে।’

ট্যাগ: bdnewshour24 ​আর্জেন্টিনা মরিয়া ডি মারিয়া