banglanewspaper

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

টানা কয়েক দিনের সম্মুখ যুদ্ধের পর ১৯৭১ সালের ৬ ডিসেম্বরে পাকহানাদার বাহিনীর কবল হতে নবাবগঞ্জ উপজেলা মুক্ত হয়। দিবসের কর্মসুচী হিসেবে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বেলা ১১টায় এক বর্নাঢ্য বিজয় র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ মোঃ মোশারফ হোসেনের  সভাপতিত্বে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ শিবলী সাদিক এমপি।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধালীগের সভাপতি ইউনুছ আলী তালুকদার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান মানিক ও ধর্মবিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. এখলাসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে শহীদদের স্মরনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে নবাবগঞ্জের চড়ারহাট আন্দোলগ্রাম ও সারাই পাড়ায় যুদ্ধকালীন সময়ের স্মৃতি হয়ে রয়েছে শত শহীদের গণকবর।

ট্যাগ: bdnewshour24 নবাবগঞ্জ