banglanewspaper

এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ: ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই শ্লোগানক সামনে রেখে বাগেরহাটের মোড়েলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৮। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১০টায় মোড়েলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে র‌্যালি ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন। 

মানববন্ধনে দুর্নীতির কুফল ও তা প্রতিরোধে করণীয় বিষয়ে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক এবিএম মনিরুজ্জামান লাভলু, লতিফিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মাদ রুহুল আমীন খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, রওশন-আরা মহিলা ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ সাহানা আক্তার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচএম মইনুল ইসলাম ও সততা সংঘ পরামর্শক কাউন্সিল সদস্য অধ্যাপক মো.নূর হোসেন।

ট্যাগ: bdnewshour24 মোড়েলগঞ্জ