banglanewspaper

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ ন‌ওগাঁর রাণীনগরে পারইল ইউনিয়নের বগারবাড়ি বাজারে বিএনপির (ধানের শীষের) নির্বাচনী প্রচারণা ক্যাম্প অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার অনুমানিক ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

পারইল ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ জানান, মঙ্গলবার রাত অনুমানিক ৯ টার দিকে বগারবাড়ি বাজারে বিএনপির (ধানের শীষের) নির্বাচনী প্রচারণা ক্যাম্প অফিসে কে বা কাহারা হামলা চালিয়ে অফিসসহ অফিসের চেয়ার টেবিল ভাংচুুর করে ও পোষ্টার গুলো ছিড়ে ফেলে। 

অারো জানা গেছে, বিএনপির এই অফিস ভাংচুরের সময় স্থানীয়রা অনেকেই দেখলেও কেউ মুখ খুলছেন না।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান মুঠোফোনে বলেন, ঘটনাটি অামি শুনেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ: bdnewshour24 রাণীনগর