banglanewspaper

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান চলচ্চিত্রের গানে কণ্ঠ দেবেন। নিজের অভিনীত ছবিতেই প্লেব্যাক সিঙ্গার হিসেবে নাম লেখাতে যাচ্ছেন তিনি। নাম ‘বীর’। এই ছবিতে গীতিকার মুন্সী ওয়াদুদের লেখায় একটি গানে কণ্ঠ দেবেন শাকিব খান।

 

‘বীর’ পরিচালনা করবেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত। এর আগে শাকিব খান ‘মনের জ্বালা’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছিলেন।

 

ভক্তরা আবারও শাকিবকে নতুন গানে পাচ্ছেন। গেলো মঙ্গলবার ছবির প্রযোজক মো. ইকবাল বিষয়টি জানিয়েছেন।

 

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জানুয়ারি থেকে ‘বীর’ ছবির শুটিং শুরু হবে। তার আগে একটি গানের রেকর্ড শেষ করবো। আর সেই গানটিতে কণ্ঠ দেবেন শাকিব খান। তার গান দিয়েই শুরু হবে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা।

 

কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবির নাম ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। এর পটভূমি রাজনৈতিক গল্পে আবর্তিত। মাদক ও সন্ত্রাসবিরোধী বিষয়বস্তু ছবির গল্পে উঠে আসবে।

 

সম্প্রতি শাকিব খান ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং-এ অংশ নেন। ছবিতে তার বিপরীতে আছেন বুবলী। পরিচালনা করেছেন শাহীন সুমন।

ট্যাগ: bdnewshour24 শাকিব