
সৈয়দা কুমকুম খায়ের
.................................................
বাংলার বীর বাংলার বীরাঙ্গনা,
তোমারা মোদের মুক্তিসেনা।
তোমারা মোদের দান করিলে,
লাল সবুজের পতাকা খানা।
যত দিন রবে বাংলার জনগণ,
শ্রদ্ধার সাথে তোমাদের রাখিবে স্বরণ।
বিজয়ের মালা পরাবে তোমাদের,
অমর স্মৃতির স্তম্ভে এসে।
তোমারা দিয়েছো মোদের মুক্তি স্বাদ,
তোমারাই দিয়েছো মোদের স্বাধীনতা আজ;
এদেশ তোমাদের ভালোবাসার দান,
তোমাদের ভালোবাসায় তা রবে যে অম্লান।
বিশ্বের দরবারে লিখলে বাংলাদেশের নাম,
এদেশের মানুষ চিরকাল গায়বে, তোমাদেরই
জয়গান।
জাতি ধর্ম বর্ণ সকলে মিলে,
করবে তোমাদের শ্রদ্ধা আজীবন ভালোবেসে।
ট্যাগ: bdnewshour24 বাংলার বীর