banglanewspaper

চীনের শাওমি এই প্রথম ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে আনতে চলেছে। রেডমি সিরিজের এই ফোনের মডেল রেডমি প্রো টু। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৭৫ মডেলের চিপসেট ব্যবহৃত হয়েছে। 

সম্প্রতি নতুন রেডমি ফোনের একটি টিজার প্রকাশ করেছে শাওমি। এই টিজার অনুযায়ী, রেডমি প্রো টু মডেলের ফোনের মূল আকর্ষণ হলো এর ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।

চীনের একটি ওয়েবসাইটে প্রকাশিত এই টিজার অনুযায়ী, এই ফোনের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে শাওমি। ফোনটির সেলফি ক্যামেরার ডিজাইনেও কিছু পরিবর্তন করা হতে পারে।

ডুয়াল রিয়ার ক্যামেরার এই ফোনে উচ্চমানের ছবি তোলার জন্য থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর ফেস আনলক ফিচার।

শাওমির নতুন ফোনটি হবে মিডরেঞ্জের। এর দাম হতে পারে ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে।

ট্যাগ: bdnewshour24 শাওমি