banglanewspaper

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ২০ জন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এ তথ্য জানিয়েছে। 

সোমবার (৩১ ডিসেম্বর) দেশটির পশ্চিম জাভার একটি গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক দুই জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিখোঁজ ছিলেন ৪১ জন।

দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগ্রোহো এক বিবৃতিতে জানান, মারাত্মক এ ভূমিধসে ৩০টি বাড়ি চাপা পড়েছে।

বিবৃততে তিনি আরও জানান, পাথুরে রাস্তা ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। এছাড়া চাপা পড়া জীবিতদের খুঁজতে ভারি যন্ত্রপাতি প্রয়োজন।

প্রসঙ্গত, কিছু দিন আগে ভয়াবহ এক সুনামি দেশটিতে তাণ্ডব চালায়। গত বছর ২২ ডিসেম্বর সুনামিটি আঘাত হানে। এতে প্রায় ৪০০ মানুষ মারা যায়। নিখোঁজ হয় প্রায় দেড়শ জন। ঘর বাড়ি হারায় হাজারো মানুষ।

ট্যাগ: bdnewshour24 ইন্দোনেশিয়া