banglanewspaper

পাঁচ ঘণ্টা পর পোশাক শ্রমিকরা অবরোধ উঠিয়ে নেয়ায় উত্তরায় যানচলাচল স্বাভাবিক হয়েছে। 

রবিবার (৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় মালিকপক্ষ ও পুলিশের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যান। এরপর গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল শুরু হয়।

এর আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে উত্তরার আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক অবরোধ করে রাখেন পোশাক শ্রমিকরা। ফলে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের ফলে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অবরুদ্ধ সড়কে সবাইকে পায়ে হেঁটে চলাচল করতে হয়।

শ্রমিক বিক্ষোভে কুড়িল বিশ্বরোড থেকে টঙ্গি পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এছাড়া বিক্ষোভের মুখে উত্তরাঞ্চল থেকে আসা ঢাকাগামী কোনো পরিবহন ঢুকতে পারেনি। বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ সড়ক।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. কামরুজ্জামান বলেন, নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাওয়ার জন্য শ্রমিকরা সড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

ট্যাগ: bdnewshour24 উত্তরা