banglanewspaper

পশু-সহবাসের ঘটনা সারা পৃথিবীতে অবিরল। এই নিষ্ঠুর কাণ্ড নিয়ে সরব পশু-অধিকার রক্ষার জন্য লড়াইরত সংস্থাগুলো। তবু প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসে পশু-ধর্ষণের ঘটনা। এ বারে শিরোনামে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার মালাওয়ি। সেই দেশের ২১ বছর বয়সি এক যুবক সম্প্রতি গ্রেফতার হয়েছে এক ছাগলকে ধর্ষণ করার অভিযোগে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, কেনেডি কামবানি নামের ওই যুবককে এক ছাগলকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলে সে জানায়, সে বিনা সম্মতিতে ছাগলটির সঙ্গে সহবাস করেনি। ঘটনাটি ঘটানোর আগে সে রীতিমতো সম্মতি নিয়েছিল ছাগলের!

ছাগলটির মালিক ছাগলটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করছিলেন। এমন সময়েই কেনেডিকে তিনি ছাগলটিকে ধর্ষণ করতে দেখেন। প্রথমে তিনি ভেবেছিলেন, কেনেডি ছাগলটি চুরি করছে। কিন্তু অচিরেই তিনি বুঝতে পারেন, কী ঘটে চলেছে।

কিন্তু কেনেডি সমানে বলে চলেছে, সে ছাগলের সম্মতি নিয়েই সঙ্গম করেছিল। তাকে আর যাই হোক ‘ধর্ষক’ বলা যাবে না। তবে এ ঘটনার পরবর্তী কী ঘটেছে সে বিষয়ে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

ট্যাগ: bdnewshour24 জোর করে ছাগলের সম্মতি সহবাস