banglanewspaper

খান মোঃ আসাদ উল্লাহ, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরুর প্রায় ৮ বছর পূর্ণ হলেও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চালু হয়েছে গত বছর। এক বছর পূর্তি উপলক্ষে গতকাল পালিত হয়েছে জার্নালিজম ডে।

গত বছর ৭ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এবছর ৭ই জানুয়ারি এক বছর পূর্ণ করলো বিভাগটি।

সকাল ১০ টায় জার্নালিজম ডে উপলক্ষে র‍্যালির আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের বর্ষপূর্তিতে কেক কাটেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ড. এস এম ইমামুম হক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের চেয়ারম্যান ও সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দিন এবং সাংবাদিকতা বিভাগের সকল শিক্ষার্থীগণ। 

ট্যাগ: bdnewshour24 বরিশাল বিশ্ববিদ্যালয়