banglanewspaper

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। জয়কে বরাবরই ভিন্ন লুকে দেখা যায়। এর আগে তার চুলের ঝুঁটি বাঁধা লুকের ছবি ভাইরাল হয়েছিল। আর এবার ছোট চুলের লুকের কারণে ভাইরাল হল জয়ের ছবি।

জয়ের বয়স এখন দুই বছর তিন মাস। এরই মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে প্রি স্কুলে জয়কে ভর্তি করে দিয়েছেন। নিয়মিতই স্কুলে যাচ্ছে সে। স্কুলের অনুরোধে ছেলের চুল ছোট করার ব্যবস্থা করেন শাকিব খান।ছেলের চুলের স্টাইল কেমন হবে, তা শাকিব খান নিজেই ঠিক করে দেন।

পুরোনো লুকে আব্রাম

অপু বিশ্বাস বলেন, ‘জয় খুব দুষ্টু হয়েছে। এক মুহূর্ত স্থির থাকতে চায় না। তাই এবার ওর চুল কাটতে প্রায় ঘণ্টা তিনেক সময় লেগেছে। ওর বাবার খুব ধৈর্য। চুল কাটার পুরোটা সময় ছেলের সঙ্গেই থেকেছে। নিজের পছন্দ মতো স্টাইল ঠিক করে দিয়েছেন।’

ট্যাগ: bdnewshour24 চুলে লুক শাকিব অপু