banglanewspaper

নুসরাত জাহান। গতকাল ছিলো অভিনেত্রীর জন্মদিন। অন্য সবার মতো অভিনেত্রীর কাছেও নিজের জন্মদিনটা ছিল স্পেশাল। আর এই বিশেষ দিনটা আরো সুন্দর করে তুলতে বিশেষ মানুষের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন তিনি। কিন্তু সেই বিশেষ মানুষ জানেন?

এবারের জন্মদিনটি নুসরাত নিজের স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আয়োজিত একটি অনুষ্ঠানে অনাথ কিংবা বিশেষ ক্ষমতাসম্পন্ন ছোট ছোট শিশুদের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে দাঁড়িয়েই কেক কাটেন তিনি। কেক কাটার পর ছোটদের নিজের হাতে সেই কেক খাইয়েও দেন। সেই জন্মদিন সেলিব্রেশনের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী।

জন্মদিনের বাকি সময়টা নুসরত তার বাবা-মা ও পরিবারের সঙ্গেই কাটানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন। এছাড়াও বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিয়েই কাটানোর কথা জানিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টালিগঞ্জের তারকারা। টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, জিৎ গাঙ্গুলি, শুভশ্রী গাঙ্গুলি, দেব, বিরসা দাশগুপ্ত, সুদীপা চট্টোপাধ্যায়সহ একাধিক তারকা। সকলকে পাল্টা ধন্যবাদ জানাতেও ভোলেননি নুসরাত।

ট্যাগ: bdnewshour24 বিশেষ মানুষ জন্মদিন নুসরাত