banglanewspaper

রাতে ঘুম ভেঙে দেখেন বিছানায় দুটো ভয়ঙ্কর সাপ। দেখেই পাশে থাকে ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক পিটুনী, সঙ্গে সঙ্গেই স্ত্রীর চিৎকার। তখন বেচারা স্বামী বুঝতে পারলেন তিনি যেটা পেটাচ্ছিলেন সেটা সাপ নয়, স্ত্রী পা। 

সম্প্রতি অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া এমন অবাক করার মতো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা যায়, ভুক্তোভোগী স্ত্রী ফ্যাশন সচেতন। নানারকম বিশেষ করে অপ্রচলিত ধারণার পোশাক কিনে পরা শখ ছিল যার। এমনই স্বভাবের কারণে সাপের চামড়া মত দেখতে পোশাক কিনে আনেন তিনি। পোশাকটি পা পর্যন্ত ঢাকা। সেটা পরে সারা দিন নানা ছবিও তোলেন।

পোশাকটি অনেক পছন্দের ছিল বলে ওই মহিলা সেটা পরেই রাতে শুয়ে পড়েন। সঙ্গে গায়ে চাদর ঢেকে নেন ওই নারী। তবে এক সময় পা দুটো চাদরের বাইরেই বেরিয়ে যায়।

রাতে ঘুম ভেঙে গেলে ডিম আলোয় হুট করে স্ত্রীর পা দুটো দেখে সাপ ভেবে স্ত্রীকে পেটাতে শুরু করেন ওই নারীর স্বামী। স্ত্রী চিৎকার দিয়ে ওঠার আগেই রক্তাক্ত হয়ে যায় দুপা, ভেঙে যায় এক পা।

ট্যাগ: bdnewshour24 সাপ