banglanewspaper

সান্ত্বনারর শুভ্র আাশ্বাসে শান্ত হওয়া
শুধু ছিটকে পড়া তাহারই কলরবে,
যন্ত্রণার তীব্র ক্যানভাসে থেমে যাওয়া
তবু অঙ্কিত করি ছড়া তোমাকেই ভেবে।

চেতনার অশ্রু করে নিয়মিত ধাওয়া
হাসিতো ফুরিয়ে গেছে সেই কবে,
বেদনার রঙ মিশে বইতেছে হাওয়া
তবু এলে না, কি করলে আসবে তবে!

জাগ্রতার মাঝে যত ঘুম যায় নি পাওয়া
দেখেছো কি খালি খাতার হিসাবে?
ব্যস্ততার খোঁজে তোমাকেই চাওয়া
ভেবেছো কি সে কথা কখনো স্বগৌরবে?

 

লেখক:
পারভেজ পারু,
বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ।

ট্যাগ: bdnewshour24 হিসাব