banglanewspaper

শীতে কোল্ড অ্যালার্জি একটি প্রচলিত সমস্যা। এই সমস্যা বিভিন্ন কারণে হয়। শীতে কোল্ড অ্যালার্জি হওয়ার বিভিন্ন কারণ নিয়ে আজকের আলোচনা।

  • শীতের আগমনে পরিবেশের তাপমাত্রা হঠাৎ করে নেমে যায়। তাপমাত্রার এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে শরীরকে একটু বেগ পেতে হয়। এ সময় নাসারন্ধ্রের ঝিল্লি পরিবর্তিত তাপমাত্রার আঘাতে উত্তেজিত হয়ে পড়ে। এর কারণে হাঁচি কিংবা সর্দি হয়।
  • ঠাণ্ডা পরিবেশ ছাড়াও শীতে ধূলিময় পরিবেশ থেকেও এমন অবস্থা তৈরি হতে পারে। সে ক্ষেত্রে সমস্যাটি সকাল বেলাতে না হয়ে দুপুর কিংবা বিকেল বেলায় হয়ে থাকে।
  • শীতের সকালে ঠাণ্ডা হাওয়ার ঝাঁপটা মুখে লাগলেও এই  সমস্যা হতে পারে।
  • শীত ছাড়াও বছরের অন্যান্য সময়– কিছু কিছু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের ( উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধ) ব্যবহার, গর্ভাবস্থায় জন্মনিরোধ পিল এবং মানসিক কারণে একই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

ট্যাগ: bdnewshour24 অ্যালার্জি