banglanewspaper

বলিউড পাড়ায় ইমরান আর চুমু যেন সমর্থক শব্দ। তার অভিনীত সিনেমা মানেই চুমুর দৃশ্য থাকবেই। তার বিপরীতে যে নায়িকা অভিনয় করবেন আগে থেকেই চুমুর প্রস্তুতি চলে তার। কিন্ত এ কী বললেন নায়ক। চুমু খেতে খেতে নাকি ক্লান্ত হয়ে পড়েছেন তিনি।

মল্লিকা শেরাওয়াত থেকে জ্যাকুলিন ফার্নান্দেজ- রুপালি পর্দায় এমন বহু সুন্দরীকে চুমু খেয়ে আজকের সুপারস্টার ইমরান হাশমি। ইমরান জানিয়েছেন, ১৭ বছর ধরে পর্দায় চুমুর পর চুমু খেয়ে তার ঠোঁট ফুলে গেছে। তার নতুন ছবি ‘চিট ইন্ডিয়া’র মুক্তির প্রাক্কালে এভাবেই সংবাদমাধ্যমের সামনে মনের কথা খুলে বললেন ইমরান হাশমি।

সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমকে ইমরান জানিয়েছেন, ‘আমি চুমু খেতে খেতে ক্লান্ত। কেউ আমার যন্ত্রণা বোঝে না। ভাই, তুমি সতেরো বছর ধরে করে দেখাও। ছবি পিছু কুড়িটা করে চুমু। আমার ঠোঁট ফুলে গেছে।’

ইমরান বললেন,‘একটা ইমেজ তৈরি হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা যে কঠিন, তাও মেনে নিয়েছি আমি।’ সব মিলিয়ে এই ট্যাগ থেকে বেরিয়ে আসতে চান এই অভিনেতা।

ট্যাগ: bdnewshour24 ইমরান হাশমি চুমু