banglanewspaper

বিএনসিসির ক্যাপ্টেন থেকে মেজর পদে পদোন্নতি হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিএনসিসির সদর দফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান পিএসসি, জি এবং বিএনসিসির পরিচালক (প্রশিক্ষণ ও ভর্তি) লে. কর্নেল তৌফিক নওশাদ যৌথভাবে র‌্যাংক ব্যাজ পড়িয়ে দেন।

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে জনসংযোগ দপ্তর থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গত ১৮ নভেম্বর আদেশ জারি করেন।

ট্যাগ: bdnewshour24 মেজর পদ বেরোবি ভিসি