banglanewspaper

ভারতের মালদহ স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালান পুলিশ। একটি সন্দেহজনক ব্যাগ খুলেই পাওয়া গেল ১০৭টি বিষধর সাপ। তা দেখেই হতভম্ব পুলিশ।

শনিবার এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি প্লাটফর্মে প্রবেশ করলে তল্লাশি শুরু করেন পুলিশ। তখনই একটি সন্দেহজনক বড় ব্যাগ চোখে পড়ে তাদের। ব্যাগ খুলে দেখা যায়, ভেতরে ছোট ছোট পুঁটলি ও কৌটোয় রয়েছে প্রচুর সাপ।

খবর দেয়া হয় বন কর্মকর্তাদের। তারা এসে সাপগুলো উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারকৃত সাপের মধ্যে রয়েছে লাউডগা, কিং কোবরা, ইন্ডিয়ান কোবরা ও পাহাড়ি চিতি। সাপগুলোর বাজারমূল্য প্রায় কয়েক লাখ টাকা।

ট্যাগ: bdnewshour24 পুলিশ