banglanewspaper

বিপিএলে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা মিরাজের রাজশাহী কিংস। ঢাকা এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেনি। 

তাই পূর্ণ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে সাকিববাহিনী। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। পাঁচ ম্যাচে তিনটিতে হার ও দুটিতে জয় পাওয়ায় মাশরাফির রংপুরের পয়েন্ট ৪। আর তিন ম্যাচের দুইটিতে হার ও একটিতে জয় পাওয়ায় ওয়ার্নারের সিলেটের পয়েন্ট ২।

ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় একই মাঠে অনুষ্ঠিত হবে। বিপিএলের প্রথম চারটি আসরের কোনো ম্যাচ হয়নি দেশের নান্দনিক এ ভেন্যুতে। এবার ষষ্ঠ আসরের আটটি ম্যাচ হচ্ছে এখানে। 

মঙ্গলবার থেকে শনিবার, এই পাঁচ দিন বিপিএল থাকছে সিলেটে। তবে ম্যাচ আছে চার দিন। বৃহস্পতিবার ছাড়া বাকি চার দিন আছে দুটি করে ম্যাচ।

ট্যাগ: bdnewshour24 সাকিব মিরাজ শরাফি ওয়ার্নার