banglanewspaper

তথ্যমন্ত্রী ও পরিবেশবিদ ড. হাছান মাহমুদ আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) খণ্ডকালীন শিক্ষক হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগে ক্লাস নেবেন। 

তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সেখানে ক্লাস নিচ্ছেন তিনি। এর আগেও তিনি এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছেন। 

বুধবার (১৬ জানুয়ারি) সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, গতবছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে একটি ক্লাস নেন হাছান মাহমুদ। এর পর সেখানকার শিক্ষার্থীরা তাকে নিয়মিত শিক্ষক হিসেবে পাওয়ার ইচ্ছা পোষণ করেন। শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধে হাছান মাহমুদ গত সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন।

ট্যাগ: bdnewshour24 তথ্যমন্ত্রী