banglanewspaper

বিপিএল মাতাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের বড় নাম এবি ডি ভিলিয়ার্স। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা এসে পৌঁছান দক্ষিণ আফ্রিকার এই খেলোয়াড়।

ঢাকা পর্ব শেষ করে বিপিএল এখন সিলেটে চলছে। তাই রংপুর রাইডার্স এখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহরের দরগাহ গেট এলাকার একটি চার তারকা হোটেলে অবস্থান করছে। তবে ডি ভিলিয়ার্স এসে উঠবেন হবিগঞ্জ জেলার দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে, একইসাথে দলও স্থানান্তরিত হবে সেখানে। 

রংপুর রাইডার্স কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ জানুয়ারি সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবেন ডি ভিলিয়ার্স।

এখন পর্যন্ত আসরে ছয়টি ম্যাচ খেলে রংপুর রাইডার্স জয় পেয়েছে মাত্র দুটিতে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলে রংপুর রাইডার্সের অবস্থান এখন পঞ্চম স্থানে। খাদের কিনারা থাকা দলকে ডি ভিলিয়ার্স টেনে তুলবেন এমনটাই আশা রংপুরের।

ট্যাগ: bdnewshour24 ডি ভিলিয়ার্স বিপিএল