banglanewspaper

হাতে রড ঢুকে আহত হয়েছেন এই সময়ের আলোচিত অভিনেতা হিরো আলম৷ বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে।

রাজধানীর বনশ্রীর ফরায়েজী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি৷ সেখানে প্রথমে এক্সরে করিয়ে হিরো আলমের হাতে ব্যান্ডেজ করা হয়। ব্যথানাশক ইনজেকশন ও প্রাথমিক চিকিৎসা শেষে ফের শুটিংয়ে অংশ নেন হিরো আলম।

হিরো আলম বলেন, বিকালে শুটিং শেষ করে বাইকে করে দুজন যাচ্ছিলাম, হঠাৎ ছোট্ট একটি এ্যাক্সিডেন্ট হয়। হাতে রড ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার শুটিং এ যোগ দেই।

এর আগে দুপুর তিনটার দিকে মহাখালিতে শুটিং শেষ করে মোটরসাইকেলে যাওয়ার সময় হেলমেট না থাকায় হিরো আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেন তেজগাঁও ট্রাফিক সিগনালের দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা। এ সময় হিরো আলমকে ১২০০ টাকার একটি মামলা দেয়া হয়।

হিরো আলম জানান, আমিরুল মোমেনীন মানিকের কথা, সুর ও কণ্ঠের গান নিয়ে ‘সাহসী হিরো আলম’ শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্ম নির্মিত হচ্ছে। বৃহস্পতিবার দিনব্যাপী রামপুরা ও মহাখালি ডিওএইচএস এ গানটির শুটিং হয়।

ট্যাগ: রড ঢুকে আহত হিরো আলম