banglanewspaper

রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ইনিংস উপহার দেওয়ার পরই খবর আসে ইনজুরিতে সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এছাড়া সিলেট পর্বেই শেষ হচ্ছে তার বিপিএল।

বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়ার বরাত জানা গেলেও বৃহস্পতিবার দিনভর অধিনায়কের অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়া নিয়ে চুপ ছিল সিলেট সিক্সার্স। সারাদিন অপেক্ষার পর অবশেষে দেশে ফিরে যাওয়া এবং চোট নিয়ে মুখ খুললেন ডেভিড ওয়ার্নারই।

বৃহস্প্রতিবার বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে সব জানানোর কথা বলেও পিছিয়ে যায় সিলেট সিক্সার্স। যার জন্য ওয়ার্নারকে নিয়ে ধোঁয়াশা আরও বাড়তে থাকে। সত্যি কি ওয়ার্নার চোট পেয়েছেন নাকি সাত ম্যাচের চুক্তিতেই বাংলাদেশে এসেছেন তিনি।

অবশেষে সব প্রশ্নের উত্তর মিলল বৃহস্পতিবার রাত ১২টার পর। এক বিবৃতির মাধ্যমে সিক্সার্স অধিনায়ক ওয়ার্নার জানান, পুরোনো ইনজুরি দেখা দেওয়াতেই বিপিএল ছাড়তে হচ্ছে তাকে। বিবৃতিতে তিনি বলেন,‘চোট আগে থেকেই ছিল। কনুইয়ের সন্ধিতে তরল জমেছে। ব্যথানাশক ওষুধ খেয়েছি কিন্তু, হাতের ফোলা কমছে না। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শে দেশে ফিরছি।

ডাক্তার সেখানেই দেখবেন, এরপর সিদ্ধান্ত নিবেন অস্ত্রোপচার করাতে হবে কিনা। অসাধারণ একটা সময় কাটলাম বিপিএলে। দারুণ একটা দল আর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দারুণ কিছু সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে হবে। তবে, সিলেটের হয়ে শেষ দুই ম্যাচে মনে রাখার মতো পারফরম্যান্স করতে চাই।’

এবারই প্রথম বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে এসেছিলেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ। একজন নাম লেখান সিলেট সিক্সার্সে আরেকজন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। দুই ম্যাচ খেলার পরেই কনুইয়ের চোটে পড়েন স্মিথ। গত সপ্তাহে দেশে ফিরে যান তিনি।

স্মিথ ফিরে গেলেও সবকিছু ঠিকঠাক চলছিলো সিলেট অধিনায়ক ওয়ার্নারের। গতম্যাচেও রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের ম্যাচে ওয়ার্নার খেলেছিলেন অপরাজিত ৬১ রানের অসাধারণ এক ইনিংস। এখন পর্যন্ত সিলেটের জার্সিতে ৫ ম্যাচ খেলা ডেভিড ওয়ার্নার রান করেছেন ৩৫.২৫ গড়ে ১৪১।

বিপিএলের চলমান আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চার নম্বরে তিনি। ১৩৩.০১ স্ট্রাইক রেটে রান করা ওয়ার্নার পাঁচ ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন দুটি।

ট্যাগ: bdnewshour24 ওয়ার্নার