banglanewspaper

চাঁদ কি তা হলে পৃথিবীতে নেমে এলো! সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘুরছে। যেখানে দেখা যাচ্ছে, নদীতে ভাসছে বিশাল গোলাকৃতি সাদা রঙের একটি বস্তু। আমেরিকার ওয়েস্টব্রুকের মেইনে প্রিসামস্কট নদীতে এমনই দৃশ্য ধরা পড়েছে।

দূর থেকে দেখলে মনে হবে যেন নদীর বুকে চাঁদ ভেসে রয়েছে! ছবিটি ভাইরাল হওয়ার পরই বিশাল শোরগোল পড়ে যায়।

মার্কিন স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, নদীতে ভাসমান বিশাল গোলাকৃতির ওই জিনিসটি আসলে বরফের চাদর। প্রচণ্ড ঠাণ্ডায় নদীর পানি জমে গিয়েছিল। বিশেষ করে, যেখানে গোলাকৃতি বরফের চাদরটা ভাসছে, সেখানে নদীর বাঁক থাকায় পানির ঘূর্ণির কারণে বরফ-পানির স্রোতে কাটতে কাটতে সেটা গোল আকার ধারণ করে। বরফের চাদরটি পরিধিতে প্রায় ৩০০ ফুট। স্রোতের সঙ্গে সঙ্গে সেটি ঘুরছিল ঘড়ির কাঁটার বিপরীতে।

সোমবার সকালে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। বসত এলাকার মধ্যে দিয়েই বয়ে গেছে প্রিসামস্কট নদীটি। স্থানীয়রা সেটার ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি ও ভিডিও।

কেউ কেউ আবার কমেন্টও করেন, নদীর বুকে যেন চাঁদ নেমে এসেছে!

ট্যাগ: bdnewshour24 নদী ভাসমান চাঁদ তোলপাড়